1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬ শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বিদেশি অপরাধী গোষ্ঠী দমনে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: রুবিও মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

গণহত্যার অভিযোগে আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল ইসরায়েল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগে আয়ারল্যান্ডে ইসরায়েল তার দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এ ঘোষণা দিয়ে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ড যে চরমপন্থী নীতি গ্রহণ করেছে, তা ইহুদি রাষ্ট্রকে অবৈধকরণ এবং দ্বৈত মানদণ্ড ব্যবহারের শামিল। আয়ারল্যান্ড ইসরায়েলের প্রতি শত্রুতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।”

ইসরায়েল আরও জানায়, আয়ারল্যান্ডের ইসরায়েলবিরোধী বক্তব্য এবং পদক্ষেপের প্রেক্ষিতে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটি বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাস করছে বলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলের এ পদক্ষেপে হতাশা প্রকাশ করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, “আমরা ইসরায়েলের অনেক নীতির সমালোচনা করি। তবে আমাদের অবস্থান শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে।”

আয়ারল্যান্ড সরকার সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে। দেশটি সংসদে একটি প্রস্তাব পাস করে, যেখানে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়।

আয়ারল্যান্ড ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, সম্প্রতি প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করেছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার জন্য নিজেকে সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে।

আইরিশ আইনপ্রণেতারা দাবি করেছেন, আয়ারল্যান্ড ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম ও অস্ত্র লেনদেন সম্পূর্ণভাবে স্থগিত করবে।

ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনার ক্ষেত্রে আয়ারল্যান্ড ইউরোপের একটি ব্যতিক্রমী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির এ ধরনের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে ক্রমশ শীতল করে তুলেছে।

আয়ারল্যান্ডের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

ইসরায়েল ও আয়ারল্যান্ডের মধ্যে এই কূটনৈতিক টানাপড়েন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও জটিলতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডের অবস্থান এবং ইসরায়েলের প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট