1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

গাইবান্ধায় বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার (৪০) কে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পুলিশ। আক্তারুজ্জামান ফুলছড়ি উপজেলার পারুল চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জানুয়ারি) ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় হাঁটাহাঁটির সময় আক্তারুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই বিচারপতি এলাকা বাসীর সহায়তায় আক্তারুজ্জামানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এটি প্রথম ঘটনা নয়, এর আগেও গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই ব্যক্তির বিরুদ্ধে ওই বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে।

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’’

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’’

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটনের অপেক্ষায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট