1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি

গাজায় যুদ্ধবিরতির পর লাখ লাখ ফিলিস্তিনির ঘরে ফেরা, উত্তরের পথ খোলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
লাখ লাখ ফিলিস্তিনির ঘরে ফেরা

গাজার উত্তরাঞ্চলের দিকে লাখ লাখ ফিলিস্তিনি ছুটছেন, দীর্ঘ সময়ের রক্তপাতের পর তাঁরা নিজেদের ঘরবাড়িতে ফিরছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, দুই দিন ধরে উত্তরে যাওয়ার পথ আটকে রেখেছিল ইসরায়েলি বাহিনী। তবে, হামাস ইসরায়েলি নারী আরবেল ইয়েহুদসহ আরও দুই জিম্মিকে মুক্তি দেওয়ার পর এই পথটি খুলে দেওয়া হয়।

আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় গাজার মধ্যাঞ্চলের ওপর দিয়ে যাওয়া এই পথটি প্রথম খুলে দেওয়া হয়। সকাল ৯টায় দ্বিতীয় ধাপে তা খুলে দেওয়ার কথা থাকলেও এর আগেই ২ লাখের বেশি ফিলিস্তিনি উত্তরে প্রবেশ করেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ১৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় উত্তর গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও, সেখানকার বাসিন্দারা আবারও বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন। এক ফিলিস্তিনি নারী আনন্দিতভাবে বলেন, “বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।”

এর আগে, ইসরায়েল দাবি করেছিল যে, হামাস চুক্তি অনুযায়ী জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। এরপর উত্তর গাজায় যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। তবে, কাতারের মধ্যস্থতায় হামাস ইয়েহুদসহ দুই জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়, ফলে আজ থেকে পথটি খুলে দেওয়া হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, তিনটি জিম্মি মুক্তি দেওয়া হচ্ছে এবং এই চুক্তির কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। কাতার ও মিসরের মধ্যস্থতায় প্রায় ৬ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে উত্তরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এবং হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট