1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৩ ডিসেম্বর মঙ্গলবার এক প্রশ্নের জবাবে বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দেওয়া উচিত এবং তাদের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। এর জবাবে প্যাটেল বলেন, “আমরা প্রতিটি সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করি এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। আমরা সবসময় বলেছি, মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার। ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।”

প্যাটেল আরও বলেন, “যেকোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং সরকারগুলোকে আইনের শাসনকে সম্মান করতে হবে, যার মধ্যে মৌলিক মানবাধিকারও অন্তর্ভুক্ত। আমরা এই বিষয়ে গুরুত্বারোপ চালিয়ে যাবো।”

পরবর্তীতে, প্রশ্নকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং কারাগারে রাখার বিষয়ে বিস্তারিত প্রশ্ন করেন। তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকন ধর্মের নেতা এবং তাঁর বেআইনি গ্রেপ্তার, মারধরের ঘটনা এবং আইনজীবীর ওপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, চিন্ময় দাসের পক্ষে বাংলাদেশের কোনো আইনজীবী দাঁড়াতে রাজি হয়নি, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্যাটেল বলেন, “আমার কাছে এই মামলার কোনো বিবরণ নেই, তবে আমি আবারও বলছি যে, আটক ব্যক্তিদের প্রতি উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব দেওয়ার অধিকার থাকতে হবে এবং তাদের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত।”

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কসহ মানবাধিকার বিষয়ক নানা দিক নিয়ে জোর দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষত মানবাধিকার ও আইনের শাসনকে কেন্দ্র করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট