1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৩ ডিসেম্বর মঙ্গলবার এক প্রশ্নের জবাবে বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দেওয়া উচিত এবং তাদের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। এর জবাবে প্যাটেল বলেন, “আমরা প্রতিটি সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করি এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। আমরা সবসময় বলেছি, মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার। ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।”

প্যাটেল আরও বলেন, “যেকোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং সরকারগুলোকে আইনের শাসনকে সম্মান করতে হবে, যার মধ্যে মৌলিক মানবাধিকারও অন্তর্ভুক্ত। আমরা এই বিষয়ে গুরুত্বারোপ চালিয়ে যাবো।”

পরবর্তীতে, প্রশ্নকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং কারাগারে রাখার বিষয়ে বিস্তারিত প্রশ্ন করেন। তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকন ধর্মের নেতা এবং তাঁর বেআইনি গ্রেপ্তার, মারধরের ঘটনা এবং আইনজীবীর ওপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, চিন্ময় দাসের পক্ষে বাংলাদেশের কোনো আইনজীবী দাঁড়াতে রাজি হয়নি, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্যাটেল বলেন, “আমার কাছে এই মামলার কোনো বিবরণ নেই, তবে আমি আবারও বলছি যে, আটক ব্যক্তিদের প্রতি উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব দেওয়ার অধিকার থাকতে হবে এবং তাদের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত।”

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কসহ মানবাধিকার বিষয়ক নানা দিক নিয়ে জোর দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষত মানবাধিকার ও আইনের শাসনকে কেন্দ্র করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট