চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। অন্যদিকে, মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ।
বৈঠকে প্রধানত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। রাজিন সালেহ বলেন, ‘বিপিএল কীভাবে আরও উন্নত করা যায়, সূচি কীভাবে আপডেট করা যায়, এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে এটি আরও কার্যকর হবে, এসব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভালো মানের ফ্র্যাঞ্চাইজি কীভাবে আনা যায়, বিদেশি ক্রিকেটারদের সময়মতো পাওয়ার পরিকল্পনা কী হতে পারে—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
রাজিন সালেহ জানান, শুধু বিপিএল নয়, প্রথম শ্রেণির ক্রিকেট, এনসিএল টি-টোয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরবর্তীতে আবারও সাবেক ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন বলে জানান তিনি।
এছাড়া, ক্রিকেট একাডেমি ও নির্মাণ স্কুলের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে, যাতে ঘরোয়া পর্যায়ে নতুন প্রতিভা তুলে আনা যায়।