1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফরিদা আখতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিলম্ব নয় বরং বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডি এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নিজের খেয়াল-খুশি অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ছাত্র-জনতার রক্তের উপর গঠিত এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনো রকম হেলাফেলা করতে পারে না।” তিনি আরও বলেন, “এ সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে কাজ করছে। এর জন্য কিছু সংস্কার প্রয়োজন।”

মৎস্য উপদেষ্টা আরও বলেন, “দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে, সেটা অন্য বিষয়। এই সরকার একদিনও অতিরিক্ত সময় নিতে চায় না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর, ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বোঝা যাবে।”

এর আগে মেলার উদ্বোধন শেষে ফরিদা আখতার অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো স্টলে প্রদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট