1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার অপতথ্য ও গুজব সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে: মাহফুজ আলম ফতুল্লায় অনুমতি ছাড়াই মেলার নামে জুয়া ও মাদকের আসর জামালপুরে ধানে ব্লাস্ট রোগ: বিআর-২৮ ও ২৯ জাতের ধান ক্ষতির মুখে এপ্রিল ২০২৫-এ রেমিট্যান্সে বড় উল্লম্ফন: এসেছে ২৭৫ কোটি ডলার মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশি আটক সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ২য় বারের মতো জয়ী অ্যান্থনি আলবানিজ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা
“তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলায় মানোন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
রবিবার (০৬এপ্রিল) সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত  হয়। সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।
রেলি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল্লাহ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিত্ত বিনোদন একটি,আর চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা ও রয়েছে। খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি যোগায়,খেলাধুলা মানুষের অবসাদ ক্লান্তি দূর করে প্রাণচঞ্চল্য ফিরিয়ে দেয়। তাই আমাদের শিশুদেরকে শুধু লেখাপড়ার গণ্ডির মধ্যে আটকে রাখলে চলবে না,তাদেরকে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলা শিশুদের সকল ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে পারে। মোবাইলের অপব্যবহার, বিভিন্ন ধরনের মাদক, সন্ত্রাস,ইভটিজিংবিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গেইম,এমন কি খারাপ বন্ধুদের থেকে দূরে রাখে।তাই প্রতেক অভিভাবকদের উচিত তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি দৈনিক একটি নির্দিষ্ট সময় খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেওয়া। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা খারাপ অভ্যাস পরিত্যাগ করে আদর্শবান হিসেবে গড়ে উঠবে, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি ফিরে পাবে।
এ সময় প্রধান অতিথির সাথে অন্যান্য বক্তারাও একাত্মতা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দূর করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে বলেন এবং সকল অভিভাবক দেরকে তার সন্তানদের খেলাধুলার সুযোগ দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট