
পিরোজপুরের জিয়ানগরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবি ডব্লিউএফ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে জিয়ানগর উপজেলা আইবিডব্লিউএফ এর কার্যালয়ে উপজেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে দারুল কুরআনুল কালাম থেকে পেশ করেন, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ হারুনুর রশিদ। আইবিডব্লিউএফ এর জিয়ানগর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আইবিডাবলুএফ এর সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ।
উপজেলা আইবিডব্লিউএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আইবিডব্লিউএফ এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আইবিডব্লিউএফ এর উপদেষ্টা মাওলানা মো: আলী হোসেন, উপদেষ্টা মো: তৌহিদুর রহমান রাতুল।
এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজসেবক,ব্যবসায়ী ও এসকে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোঃ মনির কালাম, ইউপি সদস্য মোঃ সোলায়মান হোসেন, মো: সেকেন্দার আলী, জাকির হোসেন, হুমায়ুন কবির, মোস্তফা তালুকদার প্রমুখ।
সভায় জিয়ানগর উপজেলা আইবিডব্লিউএফ এর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ০২ বছরের জন্য ঘোষণা করা হয়।
Like this:
Like Loading...
Related