1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জিয়ানগরে একই রাতে একই এলাকার তিন বাড়িতে গরু চুরি : জনমনে আতঙ্ক - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

জিয়ানগরে একই রাতে একই এলাকার তিন বাড়িতে গরু চুরি : জনমনে আতঙ্ক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
গরু চুরি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ৩নং মধ্য ইন্দুরকানী ওয়ার্ডের আউরাপোল নামক স্থান ও এর আশেপাশের ০৩বাড়িতে ছোট-বড় মোট ০৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) গভীর রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,উপজেলার ৩নং মধ্য ইন্দুরকানী ওয়ার্ডের মোঃ শাহিন গাজীর গোয়ালঘর থেকে ০১টি গাভী  ও ০১টি বাছুর যার আনুমানিক মূল্য ০১ লক্ষ ৫০ হাজার টাকা,মো:আলামিন শেখের গোয়াল ঘর থেকে ০১টি দেশি গরু ও ০১টি ০১বছরের বাছুর যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মো: জহির খানের গোয়ালঘর থেকে ০২টি ফ্রিজিয়ান গরু যার আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা সর্বমোট ০৫লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ০৬টি ছোট-বড় গরু চুরি হয়ে গেছে।
প্রতিদিনের মতো ভুক্তভোগী পরিবার গরুগুলো রাতে খাবার ও পানি খাইয়ে বেঁধে  মশারি টানিয়ে গোয়াল ঘর তালা বদ্ধ করে রাখেন। অদ্য শুক্রবার (১৮ জুলাই) সকালে তারা গোয়াল ঘরের তালা ও দরজা ভাঙ্গা অবস্থায় গরু গুলোকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করেন।  তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ও থানা পুলিশ খবর দেন।
মধ্য ইন্দুরকানী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদাৎ ফকির জানান, অত্র উপজেলায় গরু চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে,তারই ধারাবাহি কতায় ভুক্তভোগী পরিবারগন আমার নিকটতম প্রতিবেশী হাওয়ায় শুক্রবার খুব সকালে তাদের আত্মচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ০৩টি পরিবারের গোয়াল ঘরের তালা ভেঙে ছোট বড় মোট ০৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জিয়ানগর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক সান্তনা ও চোর সনাক্ত করে গরুগুলোকে উদ্ধারের ব্যাপারে আশ্বস্ত করেন।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন জানান, অএ উপজেলার বিভিন্ন এলাকায়  গরু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে।বৃহস্পতিবার গভীর রাতে মধ্য ইন্দরকানীর আউরাপোল নামক স্থানে ০৩টি পরিবারের ছোট-বড় মোট ০৬টি গরু চুরির খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশের একাধিক সদস্য টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর শনাক্ত ও গরু উদ্ধারের ব্যাপারে জোর চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট