1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রেস সচিব - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রেস সচিব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, “যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি তারা আরও সংস্কার চায়, তবে নির্বাচনের জন্য ছয় মাস বাড়তি সময় নেওয়া হবে।”

প্রেস সচিব বলেন, “অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। এই রোডম্যাপ দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছে। আমরা দুটি সময়সীমা নির্ধারণ করেছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি তারা মনে করে, কিছু সংস্কার প্রয়োজন, তাহলে ভোটের জন্য আরও ছয় মাস সময় নিতে হবে।”

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে শফিকুল আলম বলেন, “সবার সঙ্গে আলোচনা করেই আমরা একটি ভালো নির্বাচন আয়োজন করতে চাই। এজন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলো ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। তারপর এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব আরও বলেন, “দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, সে অনুযায়ী রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে রিজার্ভ রয়েছে ২২ বিলিয়ন ডলার। তাই বলা যায়, আমরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছি।” তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে।

সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রেস সচিব বলেন, “সরকারের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের কাজ চলছে। এসব সংস্কারের ফলে দেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট