1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

কবির হোসেন জয়
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মশিউর রহমান এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবির সাবেক ডিসি এবং বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তারের পর ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নম্বর আইন)-এর ৩৯(২) ধারার বিধান অনুসারে মশিউর রহমানকে ২০ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অপর প্রজ্ঞাপনে জানানো হয়, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের এডিসি জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৮ অক্টোবর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

উভয় কর্মকর্তাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বরখাস্তের সিদ্ধান্ত তাঁদের সংশ্লিষ্ট মামলার বিচার প্রক্রিয়ার আলোকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশের শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থার কঠোরতার ওপর আলোকপাত করেছেন সংশ্লিষ্ট মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট