1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

থানার পাশে ফ্ল্যাটে কলেজছাত্রী গণধর্ষণের শিকার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
সংঘবদ্ধ ধর্ষন এর প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে একটি ফ্ল্যাটে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মো. জুয়েল রানা (৩১) এবং একই এলাকার মতিউর রহমান (৩০)। পরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রী ফরিদপুরে চিকিৎসার উদ্দেশ্যে যান। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামে এক মহিলা তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের ওপরে শিল্পী আফরোজীর ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক জুয়েল রানা ও মতিউর রহমান তাকে রাতভর জোরপূর্বক গণধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানান। পরে ৭ ডিসেম্বর তার বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পরদিন ভুক্তভোগীকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, কলেজছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনা স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। স্থানীয়রা এ ঘটনায় নিন্দা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপর অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে।

এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট