1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

থানার পাশে ফ্ল্যাটে কলেজছাত্রী গণধর্ষণের শিকার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
সংঘবদ্ধ ধর্ষন এর প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে একটি ফ্ল্যাটে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মো. জুয়েল রানা (৩১) এবং একই এলাকার মতিউর রহমান (৩০)। পরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রী ফরিদপুরে চিকিৎসার উদ্দেশ্যে যান। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামে এক মহিলা তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের ওপরে শিল্পী আফরোজীর ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক জুয়েল রানা ও মতিউর রহমান তাকে রাতভর জোরপূর্বক গণধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানান। পরে ৭ ডিসেম্বর তার বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পরদিন ভুক্তভোগীকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, কলেজছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনা স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। স্থানীয়রা এ ঘটনায় নিন্দা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপর অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে।

এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট