1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর

দুদকের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ড. মোহাম্মদ আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। ড. মোহাম্মদ আবদুল মোমেন, যিনি গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

ড. মোমেন এর পূর্বের পদ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক জ্যেষ্ঠ সচিব হিসেবে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণে উল্লেখ করেছেন। সোমবার, তাঁর পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং মঙ্গলবার মন্ত্রণালয় থেকে সেই পদত্যাগ গ্রহণ করা হয়। এরপর তার চুক্তি বাতিল করে নতুন আদেশ জারি করা হয়।

ড. আবদুল মোমেনের প্রশাসনিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। তিনি ২০১৩ সালে যুগ্ম সচিব থাকাকালীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলেন। তবে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকার পতিত হয়, তখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই পরিপ্রেক্ষিতে, ১৭ আগস্ট ড. মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ দেশের প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুদকের কার্যক্রমে আরও গতি ও সততা আনার আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট