1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

দেশে সন্ত্রাসী হামলার শঙ্কা, সীমান্তে বাড়তি সতর্কতা বিজিবির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
বিজিবি-সিমান্ত-পাহারা

ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, বড় ধরনের সন্ত্রাসী হামলার সম্ভাবনা মাথায় রেখে ঢাকাসহ সারা দেশে নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমনকি সন্ত্রাসীরা থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র এবং বোমা ব্যবহার করতে পারে। এ অবস্থায় সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্তে যেকোনো অপতৎপরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আখাউড়া সীমান্তে বিজিবি সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে, কারণ ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়াগামী লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম জানিয়েছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেশের ইসকন মন্দিরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। কারা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছে তার একটি তালিকা তৈরির কাজ চলছে। একইসঙ্গে বিদেশ থেকে কোনো অর্থায়ন হয় কি না, তারও অনুসন্ধান চালানো হচ্ছে।

সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশের তিন পার্বত্য জেলা ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই সতর্কবার্তা হালনাগাদ করা হয়েছে।

চিন্ময় দাসের গ্রেপ্তার ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা এবং সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সক্রিয় পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট