1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

দেশ কঠিন সময় পার করছে, ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক এবং কৌশলগতভাবে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনূস। তিনি কোর্সের অংশগ্রহণকারীদের সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, “বর্তমান বৈশ্বিক এবং জাতীয় পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। এমন একটি সময়ে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় এটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত দক্ষতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪-এ মোট ৯৫ জন অংশগ্রহণকারী ছিলেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন, এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ জন সদস্য কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।

অপরদিকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন এবং তারা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন।

প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এই ধরনের উচ্চমানের প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই প্রশিক্ষণ আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করে।”

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৌশলগত পরিকল্পনা এবং জাতীয় নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিশেষ দক্ষতা অর্জন করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি থেকে উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় ড. ইউনূস দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট