1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ: হারা‌নো নির্বাচ‌নি ব্যবস্থা ফি‌রি‌য়ে আনাই: সানাউল্লাহ

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ: হারা‌নো নির্বাচ‌নি ব‌্যবস্থা ফি‌রি‌য়ে আনাই । তিনি জানান, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে শুধু পুলিশ নয়, সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে নির্বাচন কমিশন এই সুযোগ হারাতে চায় না।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ উপ‌জেলা হলরু‌মে  ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সু‌ধীজন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে এই ভাবমূর্তি পুনরুদ্ধার করা। এটি করতে হলে নিরপেক্ষ এবং সাহসী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অতীতে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ নিয়ে অভিযোগ ছিল। কেউ দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব করেছেন কিংবা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। এবার নির্বাচন কমিশন নিশ্চিত করবে যে, যোগ্য, নিরপেক্ষ এবং সাহসী কর্মকর্তাদের নির্বাচিত করে তাদের ক্ষমতায়ন করা হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য। এছাড়া প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কমিশন সহায়তা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট