1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঘরের সিঁদ কেটে মা মেয়ে সহ ০৩ ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
মা মেয়ে সহ ০৩ ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিন নারী। আহতরা হলেন জেসমিন বেগম (৪৫), তার মেয়ে ইয়ানা (১৩) এবং আত্মীয়ের মেয়ে জুয়েনা (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন একজন পেশাদার জেলে। ঘটনার তিন দিন আগে তিনি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ঘটনার রাতে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগম, মেয়ে ইয়ানা এবং আত্মীয় জুয়েনা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে ঢুকে।

তারা তিনজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা ঘরের আলমারি ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়। যদিও আহতদের শরীরে স্বর্ণালংকার ছিল, সেগুলো নেওয়া হয়নি। তবে জেসমিন বেগমের মোবাইল ফোনটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেসমিন বেগম ও ইয়ানার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের পরিবার ধর্মপরায়ণ এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যান না। তাদের কারও সঙ্গে প্রকাশ্য কোনো শত্রুতা নেই।

এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট