1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২১ জানুয়ারি বর্ণাঢ্য রেলি ও কর্মশালা আয়োজন করা হয়।

সকাল ১১টায় জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া রেলিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌঁছায়, যেখানে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের ভাবনে আগামী বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোঃ মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন।

প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল আলম খান তার বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে দেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য ও মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। আজ সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বিনির্মাণের।” তিনি আরও বলেন, “একজন তরুণ এমনভাবে স্বপ্ন দেখে, যেখানে নিজের ভোট নিজে দিতে পারবে, যেখানে কারো বাক স্বাধীনতা হরণ হবে না, এবং যেখানে শিক্ষার অধিকার নিশ্চিত হবে।”

এই কর্মশালায় তরুণদের জন্য আলোচনার বিষয় ছিল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশে এবং সমাজে অবদান রাখার সুযোগ, এবং রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রগুলোতে তাদের উন্নয়ন। কর্মশালাটি তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে, যারা দেশের উন্নয়নে এবং সমাজ পরিবর্তনে নিজেদের ভূমিকা রাখতে চায়।

এর মাধ্যমে পিরোজপুরের তরুণরা এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করে, যেখানে তারা বাংলাদেশকে আরও উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজে পরিণত করার লক্ষ্যে নিজেদের ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট