1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

পিরোজপুরে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের আহ্বান জানালেন মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
পিরোজপুরে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের আহ্বান জানালেন মাসুদ সাঈদী

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী।

তিনি বলেন, “শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি, কিন্তু তারা বিভিন্নভাবে নিগ্রহ ও বৈষম্যের শিকার। মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্য বদলায় না।” তিনি আরও বলেন, “শ্রমিকদের এমন এক পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে তারা ন্যায্য মজুরি পাবে, নিরাপদ কর্মস্থল পাবে এবং মতামত প্রকাশের অধিকার থাকবে।”

মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, “অনেক কারখানায় শ্রমিকদের বেতন এতটাই কম যে, তারা ওভারটাইম করেও সংসার চালাতে হিমশিম খায়। ওভারটাইমের পারিশ্রমিক না দেওয়া অত্যন্ত অমানবিক।”

তিনি আরো বলেন, “শ্রমিক ও মালিক এক হয়ে কাজ করলেই একটি শোষণমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য আমাদের দরকার শ্রমিকবান্ধব ও আল্লাহভীরু একটি সরকার।” তিনি জুলাই-আগস্টের গণআন্দোলনের ঐক্যকে সামনে রেখে শ্রমিক-ছাত্র-জনতার সম্মিলিত চেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সিদ্দকুল ইসলাম এবং পরিচালনা করেন আল আমিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান, সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সমাবেশে বক্তারা শ্রমিকদের প্রতি সুবিচার নিশ্চিতের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের মাধ্যমেই সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট