1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

পিরোজপুরে হত্যা মামলায় ০৫জনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
পিরোজপুর জেলা ও দায়রা জজ  আদালত
হত্যা মামলায় ০৫জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ  আদালত। একই আদেশে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মোঃ আলমগীর (৫৮), আঃ আজিজের ছেলে আঃ মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)।
রায় ঘোষণার সময়ে ছালাম হাওলাদার (৫০) ও আঃ মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামীদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাত ২ টায় উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মোঃ রফিকুল ইসলামের সাইকেল পার্টস এর দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল সাবল দিয়ে তার দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে থাকা টাকা লুটে নেয়। এসময়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতরা পালাবার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আঃ ছোমেদের পুত্র মিজানের পেটে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তৎক্ষনাৎ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬ টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্তে ১২জন ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমানে আদালত ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকী ৭জনকে বেকসুর খালাস দেন।
মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল ও অ্যাড. এমডি. আউয়াল এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.ওয়াহিদ হাসান বাবু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট