1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে মে দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত, চলছে লুটপাট আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে নির্বাচন নয়: এনসিপি আদানির বিদ্যুৎ বকেয়া কমাচ্ছে বাংলাদেশ, বাকি ৯০০ মিলিয়ন ডলার আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বন্দরে চালককে বেঁধে পিকআপ ছিনতাই, গ্রেপ্তার দুই ডাকাত ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত ডা. দীপু মনির প্যারোল আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের খামসিন ধূলিঝড়ে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য: মক্কায় হজ প্রস্তুতিতে চরম শঙ্কা মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১০০% শিক্ষার্থী উপস্থিত থেকে অংশগ্রহণ করে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষা কক্ষ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি কেন্দ্র হিসেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করায় জিএসটি গুচ্ছভুক্ত কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য ড. মুহাম্মদ শহীদুল ইসলাম।
তিনি আরও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ২ মে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পিরোজপুরবাসী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এই প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল মহলে ব্যাপক প্রশংসা পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট