নেপালে আবারও ভূমিকম্প!
বৃহস্পতিবার মাঝরাতে নেপালের স্থানীয় সময় রাত ২.৫১ মিনিট নাগাদ প্রবল ভূকম্পন অনুভূত হয় নেপালের মধ্য এবং পূর্ব দিকের কিছু অংশে। পড়শি দেশ নেপালের এই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে এরাজ্যের শিলিগুড়িও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডে। ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনের উৎসস্থল।