1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম! - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
গৃহবধুকে কুপিয়ে হত্যা এর প্রতিকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়েছে দুই মাদকসেবী। এঘটনায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে এঘটাটি ঘটেছে বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) শুক্রবার রাতে তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত ৯ টার দিকে একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে মোর্শেদা বেগমের ঘরে ঢুকেন।
এসময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকেই গাঁজা সেবন করতে চাইলে মোর্শেদা বেগম তাঁদের বাঁধা প্রদান করেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে দা বের মোর্শেদা বেগমকে এলোপাতারী কুপিয়ে জখম করেন।

এসময় মোর্শেদা বেগমের ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুই মাদকসেবী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মোর্শেদা বেগম সেখানেই চিচিৎসাধীন রয়েছেন।

এঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় মোর্শেদা বেগমকে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট