1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার ভারতে কমে, বাড়ছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার ভারতে উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে এর ব্যবহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে গেছে।

২০২২ সালের অক্টোবরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ ছিল প্রায় ৯০ কোটি ২০ লাখ টাকা, যা ২০২৩ সালের একই সময়ে কমে ৫৩ কোটি ৮০ লাখ টাকায় নেমে এসেছে। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচের মধ্যে ভারতের অংশ ছিল আগের বছর ১৬ শতাংশ, যা এ বছর কমে দাঁড়িয়েছে ১০.৭৮ শতাংশে

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানিয়েছেন, ভারতের ভিসা সীমাবদ্ধতার কারণে দেশটিতে ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। ভারতীয় হাইকমিশন বর্তমানে শুধুমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসার ক্ষেত্রে ভিসা দিচ্ছে।

তিনি আরও বলেন, “রোগীদের এখন চিকিৎসকের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হচ্ছে। এ কারণে অনেকে চিকিৎসার জন্য ভারতে না গিয়ে কক্সবাজার বা থাইল্যান্ডে যাচ্ছেন। যারা আগে মুম্বাই বা কলকাতায় ভ্রমণ করতেন, তারা এখন সিঙ্গাপুর, নেপাল বা মালয়েশিয়ার মতো দেশে যাচ্ছেন।”

ভ্রমণ ও চিকিৎসার জন্য থাইল্যান্ড ও সিঙ্গাপুর এখন বাংলাদেশের নাগরিকদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এই দুই দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভিসা সহজলভ্য হওয়া এবং উন্নত চিকিৎসাসেবা থাকায় থাইল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতি আগ্রহ বাড়ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করা এখনই সম্ভব নয়। শুধু জরুরি প্রয়োজন এবং চিকিৎসার জন্য সীমিত ভিসা কার্যক্রম চলছে।

২০২৩ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পর ভিসা কার্যক্রম সীমাবদ্ধ করার ঘোষণা আসে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও পর্যটন ভিসা স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্লেষকদের মতে, ভিসা সহজলভ্য হলে ভারতে ভ্রমণ ও ক্রেডিট কার্ড ব্যবহার পুনরায় বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল এবং মালয়েশিয়া বাংলাদেশি পর্যটক ও রোগীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট