1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাংলাদেশের বোলারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় অধরাই রয়ে গেল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশের বোলারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় অধরাই রয়ে গেল

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে প্রতিশ্রুতিশীল শুরু করেও জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। ২৯৮ রানের স্কোরও যথেষ্ট হলো না, ৪৭.৪ ওভারেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২৯৮ রান। একসময় মনে হচ্ছিল, স্কোর সাড়ে তিন শ’র ঘর স্পর্শ করবে। কিন্তু ১৫৫টি ডট বল খেলে দল আটকে যায় তিন শ’র নিচেই।

ওয়ার্নার পার্কে ক্যারিবীয়দের হয়ে শেরফানে রাদারফোর্ড দারুণ ইনিংস খেলেন। ৮০ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। জুটি বেঁধে তিনি ও শাই হোপ সহজেই দলকে জয় এনে দেন।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে জানান, তিনি দলের স্কোরে সন্তুষ্ট। তবে বোলারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন।

মিরাজ বলেন, “এমন পিচে ২৯৮ ভালো স্কোর। তবে হোপ ও রাদারফোর্ড দারুণ জুটি গড়েছে। বোলারদের জন্য দিনটি খুব কঠিন ছিল।”

তাসকিন, নাহিদ, ও তানজিমের ভালো শুরুর প্রশংসা করলেও মাঝের ওভারগুলোয় উইকেট নিতে না পারা দলের জন্য সমস্যার কারণ হয়েছে বলে মনে করেন তিনি।

হারের পর মিরাজ পুরনো কথাই পুনরায় উল্লেখ করেছেন—ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে আরও ভালো করার চেষ্টা করবে দল। তিনি বলেন, “আমরা কিছু ভুল করেছি, সেগুলো থেকে শিখব। সামনে এখনও দুটি ম্যাচ আছে, ভালো করার সুযোগ আছে।”

বাংলাদেশের পরাজয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছে—  ডট বলের আধিক্য: ১৫৫টি ডট বল ব্যাটিংয়ে ছন্দপতন ঘটিয়েছে, বোলারদের ব্যর্থতা: বিশেষ করে মাঝের ওভারগুলোতে উইকেট নিতে না পারা দলের ওপর চাপ বাড়িয়েছে। ক্যারিবীয়দের পারফরম্যান্স: রাদারফোর্ডের বিধ্বংসী সেঞ্চুরি এবং হোপের স্থির ইনিংস বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

বাংলাদেশের সামনে এখনও সিরিজ জয়ের সুযোগ আছে, তবে বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই উন্নতি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট