1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীন ও নিরপেক্ষ করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
জনপ্রশাসন সংস্কার কমিশনে

সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হিসেবে পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনায় ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ নামে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিবিএসের নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার, বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অতীতে বিভিন্ন সময়ে বিবিএসের কার্যক্রমে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটানোর ঘটনা দেখা গেছে, যা সংস্থাটির পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ব্যাহত করেছে। ফলে, প্রধান সরকারি পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস তার মূল লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী চেতনাকে বাস্তবায়ন করতে এবং পরিসংখ্যান সংস্থাটিকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ গঠনের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

নন-ক্যাডার কর্মকর্তারা বলেন, এই কমিশন গঠন হলে বাংলাদেশও উন্নত দেশের মতো একটি স্বতন্ত্র, গবেষণাধর্মী, নির্ভরযোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত জাতীয় পরিসংখ্যান সংস্থা (NSO) পাবে। তারা জনপ্রশাসন সংস্কার কমিশনকে এই সুপারিশের জন্য ধন্যবাদ জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, জাতিসংঘের (UN) ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব অফিসিয়াল স্ট্যাটিস্টিকস অনুসারে, স্বাধীন ও স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান সংস্থা ছাড়া মানসম্মত ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান নিশ্চিত করা সম্ভব নয়। বিশ্বের প্রায় সব দেশেই জাতীয় পরিসংখ্যান সংস্থা স্বাধীনভাবে পরিচালিত হয়, যা তাদের নীতিনির্ধারণ ও গবেষণার জন্য সহায়ক ভূমিকা পালন করে।

এই স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠিত হলে এটি পৃথক আইন ও বাজেটের আওতায় পরিচালিত হবে। ফলে,  রাজনৈতিক প্রভাবমুক্ত নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশ নিশ্চিত হবে, গবেষণাধর্মী উচ্চ মর্যাদার নতুন নতুন পদ সৃষ্টি হবে, নীতিনির্ধারণে পরিসংখ্যানের ভূমিকা আরও জোরদার হবে।

বিবিএস নন-ক্যাডার কর্মকর্তারা প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন যে, ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন আইন/অধ্যাদেশ’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এছাড়া, কমিশনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ অপসারণ করে ন্যায়সংগত পদসোপান তৈরি করতে হবে।

বিবিএসকে স্বাধীন ও নিরপেক্ষ করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশটি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এটি বাস্তবায়ন হলে দেশের পরিসংখ্যান ব্যবস্থা আরও গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও উন্নত হবে। নন-ক্যাডার কর্মকর্তারা এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট