1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ পুলিশের সদস্যরা ইতালিতে কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ শিখতে যাচ্ছেন - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

বাংলাদেশ পুলিশের সদস্যরা ইতালিতে কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ শিখতে যাচ্ছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ

বাংলাদেশ পুলিশের সাতজন সদস্যসহ মোট আটজন সদস্য ইতালি যাচ্ছেন কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ বিষয়ে। তাদের মধ্যে পাঁচজন ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজন ৭ দিন ইতালিতে অবস্থান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি আদেশ (জিও) অনুযায়ী, তারা এ সফর করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার একটি দরপত্রে তামাম করপোরেশন কার্যাদেশ পেয়েছে। প্রতিটি কুকুরের মূল্য ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। এসব কুকুরের পরিচালনা ও ব্যবস্থাপনা শিখতে পুলিশের পাঁচজন সদস্য ইতালি যাচ্ছেন।

এছাড়া, প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ইতালি সফর করবেন। শর্ত অনুযায়ী, সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

যারা কুকুর পরিচালনা ও প্রশিক্ষণের জন্য ইতালি যাচ্ছেন, তাদের মধ্যে আছেন: ১. ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, ২. সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ৩. ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, ৪. কনস্টেবল মজুবুর রহমান, ৫. সুজয় মহন্তা জয়।

তাদের ইতালিতে অবস্থান করবে ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট