1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে কাজ বন্ধ করে পিছু হটেছে বিএসএফ সদস্যরা।

বুধবার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিজিবির নওগাঁ-১৪ পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

বুধবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ৬০০ গজের একটি খোলা অংশে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা শুরু করে। আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী, দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা তৈরি নিষিদ্ধ। তবে বিএসএফ এই আইন লঙ্ঘন করে বেড়া দিতে আসে।

বিষয়টি জানতে পেরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে বাধা দেয়। বাধা পেয়ে কাজ বন্ধ রেখে পিছু হটে বিএসএফ সদস্যরা।

বিজিবির নওগাঁ-১৪ পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতার নির্মাণের চেষ্টা করেছিল। বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানিয়েছি। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত না এলে উচ্চ পর্যায়ে বৈঠক হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সীমান্তে বিএসএফের এমন আচরণ আগেও ঘটেছে। তবে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী, সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা বেড়া দেওয়া যাবে না। তবে সীমান্তবর্তী এলাকায় চাষাবাদের অনুমতি রয়েছে।

বিএসএফ এই আইন লঙ্ঘন করেই সীমান্ত এলাকায় বেড়া দিতে চেয়েছিল। এ বিষয়ে বিজিবি তাদের কড়া বার্তা দিয়েছে।

সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালে কুমিল্লা ও যশোর সীমান্তেও বিএসএফের বেআইনি কর্মকাণ্ড নিয়ে বিজিবির সঙ্গে উত্তেজনা দেখা দেয়।

বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এ ধরনের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এজন্য প্রয়োজন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট