বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে, শনিবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিমানবন্দর থানার ওসি মো. এরশাদ আহমেদ জানিয়েছেন, ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে।
এছাড়া, দেশের কোথাও তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তবে তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ইসমাইল হোসেন বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে পরিচিত একজন, এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ তৈরি হওয়া অনেকের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। এর আগেও তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের শীর্ষ প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে, এবং জনমনে নানা প্রশ্ন উঠছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চালানোর পরিকল্পনা রয়েছে, যাতে সব দিক সঠিকভাবে খতিয়ে দেখা সম্ভব হয়।