1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

বিদেশগামী কর্মীদের টিকিটমূল্য কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইনস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য টিকিটমূল্য হ্রাস করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই বিশেষ মূল্যছাড় ‘ওয়ার্কার ফেয়ার’ নামে প্রায় চার মাস পর্যন্ত চলবে। তবে শুধুমাত্র নতুন কর্মী ভিসাধারী এবং ওয়ান-ওয়ে (একক যাত্রা) টিকিটের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া বিএমইটি কার্ডধারী কর্মীরাই এই বিশেষ ভাড়ার সুবিধা নিতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রাথমিকভাবে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিদ্যমান টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে। এর আওতায়, সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মাম: বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ডলার এবং ৪০০ ডলারের পরিবর্তে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬০ ডলার (কর ব্যতীত)। মালয়েশিয়ার কুয়ালালামপুর: বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে নতুন টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার (কর ব্যতীত)।

এই বিশেষ ভাড়ার সুবিধা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। তবে এটি পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে।

ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই বিশেষ টিকিটমূল্যের সুবিধা পাবেন না।

এর আগে বিদেশগামী কর্মীদের টিকিটমূল্য স্বাভাবিক রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১০টি নির্দেশনা জারি করেছিল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে, ওয়ার্ক ভিসাধারী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করা হবে।

গত ২২ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শ্রমিকদের জন্য ‘লেবার ফেয়ার’ নির্ধারণ করেছে।

এই বিশেষ উদ্যোগের ফলে বিদেশগামী শ্রমিকদের জন্য বিমান ভাড়া অনেকটাই সাশ্রয়ী হবে এবং তারা সহজেই তাদের কর্মস্থলে পৌঁছাতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট