1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ফাইনাল সমীকরণে বাংলাদেশ নারী দল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নারী-ক্রিকেটার

চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৫-এ নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী দল। থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের পথে এগিয়ে ছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেয়ে হিসেবটা জটিল করে ফেলেছে টাইগ্রেসরা।

আজ (১৯ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে জয় পেলেই বাংলাদেশ নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট, পৌঁছে যাবে শীর্ষ দুইয়ে। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফল ও নেট রান রেটের দিকে।

এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, অবস্থান দ্বিতীয়। প্রথম চার ম্যাচে টানা জয় তুলে ইতোমধ্যে পাকিস্তান ৮ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি থাকা একমাত্র টিকিটের জন্য স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও লড়াইয়ে আছে, তবে পয়েন্টে পিছিয়ে আছে তারা।

যদিও স্বাগতিক পাকিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে, তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৩ সালে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা। সর্বশেষ ১০ দেখায় ৬ বার জিতেছে বাংলাদেশ, পাকিস্তান জিতেছে ৪ বার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে চিন্তিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তিনি আশাবাদী শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে দল।

জ্যোতি বলেন, “আমরা শুরুতে তিন ম্যাচে ভালো খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়েই নামব পাকিস্তানের বিপক্ষে। কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে, তবে আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এই ধরনের উইকেটে বড় রান তুলতে হবে, না হলে প্রতিপক্ষকে আটকানো কঠিন। পাশাপাশি ফিল্ডিংয়ে মনোযোগী হতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট