1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

বিশ্বের পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
বিভিন্ন দেশের পাসপোর্ট

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন।

বুধবার (৮ জানুয়ারি) প্রকাশিত হেনলির এ তালিকায় বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তবে চলতি বছরে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ১০০তম স্থানে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ১০১তম স্থানে ছিল।

বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। তবে ইউরোপের কোনো দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নেই।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ (৫৩তম)। মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯০তম) এবং শ্রীলঙ্কা (৯৬তম)।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ১৯৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা ১৯৩টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন। এদের নাগরিকরা ১৯১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা ১৯০টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

হেনলির সূচকের একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০৬তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

দুর্বল পাসপোর্টের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিরিয়া ও ইরাক। এই দেশগুলোতে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তাদের পাসপোর্টের মূল্যায়ন তলানিতে।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ ১০ দেশ

১. সিঙ্গাপুর
২. জাপান
৩. ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন
৪. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন
৫. বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য
৬. অস্ট্রেলিয়া, গ্রিস
৭. কানাডা, মাল্টা, পোল্যান্ড
৮. চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি
৯. যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া
১০. লাটভিয়া, লিথুনিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেনিয়া

বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় শীর্ষ ১০ দেশ

১. আফগানিস্তান
২. সিরিয়া
৩. ইরাক
৪. ইয়েমেন
৫. পাকিস্তান
৬. সোমালিয়া
৭. নেপাল
৮. ফিলিস্তিন, লিবিয়া, বাংলাদেশ
৯. উত্তর কোরিয়া
১০. ইরিত্রিয়া

বিশ্বের বিভিন্ন দেশে চোরাচালান, সন্ত্রাসবাদ, নিরাপত্তা ঝুঁকি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের পাসপোর্টের গুরুত্ব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারলে এ সূচকে বাংলাদেশের অবস্থান উন্নতি করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট