1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) লালমাই অডিটরিয়ামে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনবিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্কগুলো চলমান থাকবে। জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। আমাদের এই নীতিগত পরিবর্তনই পররাষ্ট্রে আত্মমর্যাদার অবস্থান তৈরি করবে।”

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক সম্পর্কগুলো পরিচালনায় জনগণের কল্যাণ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি। স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

কর্মশালায় স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা এবং পল্লী উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এজন্য স্থানীয় উন্নয়নকে আরও কার্যকর করার প্রয়োজন।”

কর্মশালায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এই কর্মশালার মাধ্যমে স্থানীয় উন্নয়ন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে কার্যকর দৃষ্টিভঙ্গি অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট