1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় একটি আইসক্রিম কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকালে মেহেরাবাড়ি এলাকার লাভেলো আইসক্রিম কারখানার সামনে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টার এ অবরোধে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে এবং কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

লাভেলো আইসক্রিম কারখানায় প্রায় ২০০-২৫০ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের অক্টোবর মাসের আংশিক বেতন, নভেম্বর মাসের সম্পূর্ণ বেতন এবং রাত্রিকালীন বিশেষ ভাতা এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করেন।

লাভেলো আইসক্রিম কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. তাহের গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। তিনি বলেন, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে।”

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে ৩১ ডিসেম্বরের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন এবং অবরোধ প্রত্যাহার করেন।

শ্রমিকরা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন।

এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট