1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

ভোটার তালিকা হালনাগাদ: ভোটার স্থানান্তরের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
নির্বাচন কমিশন

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং এটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন ভোটারদের তথ্য নির্ধারিত তারিখের মধ্যে মূল সার্ভারে আপলোড করা, মৃত ভোটারদের তালিকা থেকে নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই নির্দেশনার ফলে যেসব ভোটার তাদের নিবন্ধিত ঠিকানা পরিবর্তন করতে চান, তাদের জন্য ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ থাকছে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগের ফলে নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ নির্বাচনে সঠিক ভোটার তথ্য নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট