1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভোটার তালিকা হালনাগাদ: ভোটার স্থানান্তরের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

ভোটার তালিকা হালনাগাদ: ভোটার স্থানান্তরের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
নির্বাচন কমিশন

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং এটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন ভোটারদের তথ্য নির্ধারিত তারিখের মধ্যে মূল সার্ভারে আপলোড করা, মৃত ভোটারদের তালিকা থেকে নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই নির্দেশনার ফলে যেসব ভোটার তাদের নিবন্ধিত ঠিকানা পরিবর্তন করতে চান, তাদের জন্য ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ থাকছে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগের ফলে নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ নির্বাচনে সঠিক ভোটার তথ্য নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট