২০২৫ সালের মহান মে দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নেতৃত্বে এই র্যালিটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় মে দিবসের তাৎপর্য তুলে ধরার এক আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি দেশের উন্নয়ন নির্ভর করে শ্রমিকদের পরিশ্রম ও প্রেরণার উপর। তাই তাদের ন্যায্য মূল্য, ছুটি, ওভারটাইম, নিরাপত্তা এবং চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিক-মালিক পরস্পরের পরিপূরক, উভয়ের যৌথ সহযোগিতাতেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।”
সভায় বক্তারা বলেন, শ্রমিকের ঘামে গড়ে ওঠে দেশের শিল্প ও অবকাঠামো। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, এবং সর্বনিম্ন মজুরি নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
এছাড়া, মে দিবস উপলক্ষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে এবং শহীদ মিনার চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে শ্রমজীবী মানুষ ও শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন এবং মহান মে দিবসের আদর্শ ও গুরুত্ব তুলে ধরেন।