1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

মাংস আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী: প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাংস আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। তিনি জানান, ‘বহু বিদেশি সংস্থা আমাদের কম দামে মাংস আমদানির প্রস্তাব দেয়। এসব প্রস্তাবের কারণে সরকার অনেক সময় চাপে পড়ে যায়। তবে দেশেই মাংস উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।’

রোববার (১ ডিসেম্বর) ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. টি. এম মোস্তফা কামাল এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

ফরিদা আখতার বলেন, কেবল কোরবানি কেন্দ্রিক মাংসের বাজার বিবেচনা না করে সারা বছরের মাংসের চাহিদা নির্ধারণ করে পরিকল্পনা গ্রহণ করা উচিত। তিনি মাংসের দাম বাড়ার কারণ অনুসন্ধানে বিএলআরআইকে নির্দেশনা দেন। দেশীয় জাতসমূহের উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা বিএলআরআই-কে দেশীয় প্রজাতিসমূহের একটি ‘জিন ব্যাংক’ তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, বিদেশি জাতসমূহের অভিযোজনের পাশাপাশি দেশীয় প্রজাতি সংরক্ষণেও ভূমিকা রাখতে হবে। ঝুঁকিপূর্ণ প্রজাতি সংরক্ষণে প্রয়োজনে ‘রেড অ্যালার্ট’ জারি করার তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের কোন এলাকায় কোন প্রজাতির প্রাণিসম্পদ বেশি পাওয়া যায়, সে সংক্রান্ত একটি ম্যাপ প্রণয়ন করতে বিএলআরআইকে উদ্যোগী হতে হবে। এই ম্যাপ প্রাণিসম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার জানান, মাংস আমদানির সিদ্ধান্ত দেশের প্রাণিসম্পদ খাতকে ক্ষতিগ্রস্ত করবে। তাই মাংস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা পূরণের উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবেষণা ও পরিচালনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট