মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে রাশিয়ার নাগরিক দিমিত্রি আরকাদিয়েভিচ শত্রেসভকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। শত্রেসভকে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে মস্কোর সিটি কোর্ট এই সিদ্ধান্ত নেয়।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, শত্রেসভ মার্কিন গোয়েন্দাদের কাছে রাশিয়ার গোপন তথ্য সরবরাহ করতেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি, তাসের প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য পাচারে সহায়তা করার জন্য শত্রেসভকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
শত্রেসভের আইনজীবী বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাস জানায়, আইনজীবীকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।
শত্রেসভ মস্কোর বাইরের একটি শহরে বসবাস করতেন এবং মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। মস্কোর আদালতের প্রেস সার্ভিস শত্রেসভের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে।
ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অন্তত ৭৯২ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে বলে রাশিয়ার আইনজীবীদের সংগঠন পারভি ওটডেল জানিয়েছে।
মার্কিন গোয়েন্দাদের কাছে গোপন তথ্য পাচারের জন্য দিমিত্রি শত্রেসভের শাস্তি রাশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রদ্রোহ মামলার নজির স্থাপন করলো। এখনো এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি একটি নজরদারির বিষয় হয়ে উঠেছে।