1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

মোবাইল ইন্টারনেট পরিষেবায় নতুন নির্দেশনা জারি করেছে বিটিআরসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
মোবাইল ইন্টারনেট পরিষেবা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু একই প্যাকেজেই নয়, বরং নতুন যেকোনো প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের আগের মতো একই প্যাকেজ পুনরায় কেনার বাধ্যবাধকতা থাকবে না এবং তারা সহজেই পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পাবেন।

বিটিআরসি সম্প্রতি তাদের আগের নির্দেশিকাকে সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ জারি করেছে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে বিটিআরসি নির্দেশিকায় মোবাইল অপারেটরদের জন্য ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফারের সীমা নির্ধারণ করেছিল। এতে মোবাইল অপারেটররা অসন্তোষ প্রকাশ করেছিল।২০২৪ সালের নির্দেশিকায় অপারেটরদের জন্য আরও নমনীয় ও গ্রাহকবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোবাইল অপারেটরদের নতুন প্যাকেজ কাঠামো, নতুন নির্দেশনায় মোবাইল অপারেটররা তিন ধরনের প্যাকেজ অফার করতে পারবে।

নিয়মিত প্যাকেজ, প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ, প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) প্যাকেজ, প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৭ দিন।

ঘণ্টাভিত্তিক ও স্বল্পমেয়াদি প্যাকেজের সুযোগ, বিটিআরসি মোবাইল অপারেটরদের জন্য ঘণ্টাভিত্তিক ও স্বল্পমেয়াদি প্যাকেজ চালুর অনুমতি দিয়েছে।

ঘণ্টাভিত্তিক প্যাকেজ, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি ডাটা। এক দিনের প্যাকেজ, সর্বোচ্চ ৩ জিবি ডাটা। দুদিনের প্যাকেজ, সর্বোচ্চ ৫ জিবি ডাটা। তিন দিনের প্যাকেজ, সর্বোচ্চ ৮ জিবি ডাটা।

অব্যবহৃত ডাটা ফেরত পাওয়ার নিয়ম, নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক না কেন, নতুন প্যাকেজ কিনলে সেই ডাটাও নতুন প্যাকেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এতে একই প্যাকেজ কেনার বাধ্যবাধকতা আর থাকছে না।

নতুন নির্দেশিকার ফলে গ্রাহকরা আগের তুলনায় আরও সহজে ও নমনীয়ভাবে ইন্টারনেট সেবা পাবেন। পাশাপাশি অব্যবহৃত ডাটা ফেরত পাওয়ার সুযোগ গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে এবং ডাটা ব্যবহারে স্বস্তি আনবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট