1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করে ডেনমার্কের জনগণ, শীর্ষে রাশিয়া - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করে ডেনমার্কের জনগণ, শীর্ষে রাশিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
ডেনমার্কের জনগণ

ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধিবাসীদের এক বড় অংশ যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া বা ইরানের চেয়েও বড় হুমকি মনে করছে। সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে যে, দেশটির প্রায় ৪৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ‘খুব বড় হুমকি’ বা ‘মোটামুটি বড় হুমকি’ হিসেবে বিবেচনা করে।

ডেনমার্কের জনগণের এই মনোভাবের পেছনে অন্যতম কারণ হতে পারে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর পরিকল্পনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এই জরিপ পরিচালিত হয়। জরিপ অনুযায়ী, ৭৮ শতাংশ ড্যানিশ নাগরিক গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে বিক্রির বিরোধিতা করেছেন। অন্যদিকে, ড্যানিশ জরিপকারী প্রতিষ্ঠান ভেরিয়ান পরিচালিত আরেকটি জরিপ জানায়, গ্রিনল্যান্ডের মাত্র ৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান। তবে মার্কিন সংস্থা প্যাট্রিয়ট পোলিং পরিচালিত একটি পূর্ববর্তী গবেষণা দাবি করেছিল, দ্বীপের ৫৭ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে।

জরিপের তথ্যানুযায়ী, ৮৬ শতাংশ ডেনমার্কের নাগরিক রাশিয়াকে ‘বড় বিপদ’ হিসেবে দেখছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। এদিকে, ৪৪ শতাংশ মানুষ উত্তর কোরিয়াকে এবং ৪০ শতাংশ ইরানকে হুমকি মনে করে।

এই জনমত জরিপটি গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত এবং এটি ১৫ থেকে ২২ জানুয়ারির মধ্যে পরিচালিত হয়। এতে অংশ নেয় ১,০০০-এরও বেশি মানুষ।

এই জরিপের ফলাফল স্পষ্টতই দেখাচ্ছে যে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য একটি দেশে বসবাসকারী জনগণ এখন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। একইসঙ্গে, রাশিয়া এখনও তাদের কাছে সবচেয়ে বড় হুমকি হয়ে রয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট