1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার পরবর্তী দফা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার পরবর্তী দফা

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরামর্শ আগামী ১৯ এপ্রিল রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাক্সিওস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভিদ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি নির্ভরযোগ্য সূত্র তাকে জানিয়েছে যে শনিবার রোমে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এই আলোচনার মাধ্যমে তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি সাধনের চেষ্টা করা হবে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইরান নীতিকে ঘিরে স্পষ্ট মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি অংশ, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ রয়েছেন, তারা কূটনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তারা মনে করেন, একটি পারমাণবিক চুক্তির সম্ভাবনা এখনও বিদ্যমান এবং ওয়াশিংটনের কিছু ছাড়ের মাধ্যমেও এই সমঝোতা সম্ভব।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের নেতৃত্বে আরেকটি দল বিশ্বাস করে যে তেহরানের বর্তমান অবস্থান দুর্বল এবং তাদেরকে কঠোরভাবে চাপ প্রয়োগ করাই যুক্তরাষ্ট্রের উচিত। তারা মনে করেন, ইরান যদি চুক্তির শর্ত মানতে অস্বীকৃতি জানায়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, এমনকি ইসরায়েলের সহায়তায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না।

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছিলেন যে আলোচনার পরবর্তী পর্ব ওমানের রাজধানীতে অনুষ্ঠিত হবে। তবে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেছেন, বৈঠকটি রোমে অনুষ্ঠিত হতে পারে।

গত ১২ এপ্রিল ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টিভেন উইটকফ। বৈঠকটি “গঠনমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে” অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইরান।

আগামী রোম বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, যেখানে পরমাণু ইস্যুতে দুই দেশের সম্ভাব্য সমঝোতার দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট