1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জিয়ানগর উপজেলায় আলোচনা সভা - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জিয়ানগর উপজেলায় আলোচনা সভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
জিয়ানগর উপজেলায় আলোচনা সভা

পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন— জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ৩নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন ও সেক্রেটারি মনিরুজ্জামান খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাত ১২:০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউলসহ আরও অনেকেই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা শহীদদের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় উল্লেখ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন থাকবে, ভাষা শহীদদের ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট