1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শাহবাগ অবরোধ করেছেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা, যান চলাচল বন্ধ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঢাকার শাহবাগ মোড়ে বেতন বৃদ্ধির দাবিতে রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে রাস্তার উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (ডিএমজেএস) এবং তাদের সহযোগী সংগঠন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিপিটিডিএ) দীর্ঘদিন ধরে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী জানান, ২০২২ সাল থেকেই এই দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে তারা।

আন্দোলনকারীদের মতে, ভাতা বৃদ্ধির বিষয়টি স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তর যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছেন। তারা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রয়োজনীয় নথি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ে ভাতা বৃদ্ধির নথি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আন্দোলনকারীদের দাবি, গত ১৫ ডিসেম্বর মিটিংয়ে আশ্বাস দেওয়া হয়েছিল যে নথিটি সেদিনই অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে তা এখনও বাস্তবায়ন হয়নি।

গত ১৪ ডিসেম্বর শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল করে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। আল্টিমেটামের সময় পেরিয়ে গেলেও ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর প্রতিবাদেই সারা দেশে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত ভাতা বৃদ্ধির নথি অনুমোদন দিয়ে কার্যকর করার। তারা বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র হবে।

বিক্ষোভের ফলে রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যাতায়াতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। এটি শুধু তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয় নয়, বরং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

সরকারের সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আন্দোলনের সমাধান করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট