1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

“শিক্ষাব্যবস্থা সংস্কার করে উদ্যোক্তা তৈরির পথ করতে হবে” প্রধান উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ এবং উদ্যোক্তা হতে সাহায্য করে। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা হয়ে থাকে। তবুও আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা। শিক্ষাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যা প্রজন্মের উদ্যোক্তা তৈরি করবে। তরুণদের সৃজনশীল সম্ভাবনা পূরণের সুযোগ দিতে হবে।”

দেশে তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে তৈরি হওয়া দূরত্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “তরুণদের চিন্তা-ভাবনা, ভাষা, এবং আকাঙ্ক্ষা বুঝতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষাব্যবস্থা শুধুমাত্র পরীক্ষার স্কোরের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ এবং বাস্তব জীবনের দক্ষতা যুক্ত করা প্রয়োজন।”

এর আগে অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের।

অধ্যাপক ইউনূসের এ বক্তব্য দেশের শিক্ষা খাতে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট