৯ প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার সঙ্গে এ তালিকায় রয়েছেন তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ এবং মেয়ে টিউলিপ সিদ্দিক।
আজ মঙ্গলবার (তারিখ উল্লেখ করা হয়নি) থেকে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকৃত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা), অন্যান্য ৬টি প্রকল্প, যেগুলোতে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।
দুদক ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ খুঁজতে কাজ শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।৯ প্রকল্পে অভিযোগের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুদক বলছে, তারা স্বচ্ছ ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার চেষ্টা করবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর অর্থায়ন ও ব্যবস্থাপনা নিয়ে এর আগেও নানা প্রশ্ন উঠেছে। তবে এই প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হলো।