1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
বিএনপি

সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ ও সদস্যসচিব স্নেহাংশু সরকারের যৌথ স্বাক্ষরে এই নোটিশ দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউর রহমানের একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে কুয়াকাটা-তুলাতলী বাসস্ট্যান্ডের কাউন্টার নিয়ন্ত্রণ করার বিষয়ে কথা বলতে শোনা যায়। এতে তিনি বলেন, “বিএনপি ও অঙ্গসংগঠন মিল্যা সিদ্ধান্ত অইছে কুয়াকাটা-তুলাতলী বিআরটিসির লোকাল বাস কাউন্টার বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কমিটি ভোগ করবে।” তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর জেরে মতিউর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতিউর রহমান দাবি করেছেন, কুয়াকাটায় বিআরটিসির দুইটি কাউন্টার থাকায় যাত্রী হয়রানি বাড়ছে। এর কারণে একটি কাউন্টার বন্ধ করার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, মুঠোফোনের কথোপকথনের ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তাঁর কথায়, “পৌর বিএনপির সভাপতি, সহসভাপতিসহ অন্য ব্যক্তিরাও ওই সময় একই বিষয়ে কথা বলেছেন। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু আমার বক্তব্য প্রচার করা হয়েছে।”

জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দলীয় শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে জানিয়েছে নেতৃবৃন্দ। মতিউর রহমানের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও নিয়ে সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ ভিডিওটি প্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট