1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত দায়িত্বে অবহেলা করলেই এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫ রেমিটেন্সে শীর্ষে আমেরিকা, প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড কি পেলাম, আমড়া? ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
সিসি-টিভি

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৭ নম্বর ভবনের প্রতিটি দপ্তরের সিসিটিভি ভিডিও ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম জানান, ভবনের ভেতরে থাকা সিসি ক্যামেরার সব ভিডিও সংগ্রহ করা হয়েছে। তবে এই ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট বোঝা গেছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সাংবাদিকদের তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।

সচিবালয়ের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫৬০ জন সদস্য, যার মধ্যে একজন করে এসপি ও এএসপি রয়েছেন, দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট একযোগে কাজ করে এবং বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ নম্বর ভবনে অবস্থিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এবং সড়ক পরিবহন সেতু বিভাগের দপ্তরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোও তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার পরিকল্পনা করছে।

সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জনগণের স্বার্থে তথ্য দ্রুত প্রকাশ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট