1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

সচিবালয়ে ভয়াবহ আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে ভয়াবহ আগুন

ঢাকার প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ ছয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুই থেকে তিনজন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুন লাগে। মাত্র চার মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ধীরে ধীরে সাত ও আটতলায় ছড়িয়ে পড়ে। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সচিবালয়ের সব ফটক বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৯টার দিকে ৫ নম্বর ফটক খুলে দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে শুরু করেন। আগুন লাগার সময় ভেতরে অবস্থানকারী কর্মকর্তারা দ্রুত বেরিয়ে আসেন।

কর্মকর্তা-কর্মচারীরা প্রশ্ন তুলছেন, দেশের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা হিসেবে পরিচিত সচিবালয়ে কীভাবে আগুন লাগল। কেউ কেউ এ ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে ৫ থেকে ১১ জন সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারেন। নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

এ ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন এবং দুই থেকে তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ঘটনার সঠিক কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে তদন্ত কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট