1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম। এছাড়াও জেলার শীর্ষস্থানীয় সাংবাদিকরাও এই সভায় অংশ নেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে বলেন,“সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা প্রতিদিনের বাস্তবতা, অনিয়ম এবং অপরাধ তুলে ধরেন, যা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে ওঠে।”

তিনি আরও বলেন,“সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে অপরের পরিপূরক। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষেরই সমানভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করা প্রয়োজন।”

পুলিশ সুপার বিশেষভাবে প্রশংসা করেন পিরোজপুর জেলার সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য। তিনি বলেন, “পিরোজপুরের সাংবাদিকেরা আন্তরিকতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। দেশের অন্য জেলার জন্য তারা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি সাংবাদিকদের আরও বেশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট