1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বিমানবন্দরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সমাবেশে উপস্থিত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেছিলেন।

চিন্ময় কৃষ্ণ দাস গত ২৫ অক্টোবর চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে এক সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন, যা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করে। তার এসব উসকানিমূলক বক্তব্য নিয়ে দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে হিংসাত্মক ও উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, যা দেশের সামাজিক ও ধর্মীয় শান্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় তদন্ত শুরু করেছে।

এছাড়া, ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের হয়। মামলার পর দুইজনকে গ্রেপ্তারও করা হয়—রাজেশ চৌধুরী এবং হৃদয় দাশ। এই মামলা ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে কোতোয়ালী থানায় দায়ের করেন।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তাকে চিন্ময় প্রভু হিসেবে সমাদৃত করা হয়।

এই গ্রেপ্তার সাম্প্রদায়িক উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন এক পর্যায়ের দিকে ইঙ্গিত করছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন চিন্ময় কৃষ্ণ দাসের উসকানিমূলক বক্তব্য এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট